ঢাকা, ১৪ জুলাই ২০২৫ (সোমবার): গতরাত আনুমানিক ১ টায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাবাগান থানার তেতুলতলা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইয়ামিন সিদ্দিকী নিশাত'কে গ্রেফতার হয়। অভিযানে ১টি ৯ মিঃমিঃ পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।