1. live@banglasongbad.online : বাংলা সংবাদ : বাংলা সংবাদ
  2. info@www.banglasongbad.online : বাংলা সংবাদ :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

ছয়টি চোরাই মোটরসাইকেলসহ গাড়ী চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

বিশেষ প্রতিনিধি মোঃ আলম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

ঢাকা, ৩১ জুলাই ২০২৫
ছয়টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বুধবার (৩০ জুলাই ২০২৫) আনুমানিক দুপুর ০১.২৫ ঘটিকা হতে বিকাল ০৫.২৫ ঘটিকা পর্যন্ত রাজধানীর মগবাজার ও পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মোটরসাইকেল উদ্ধার করে ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ জসিম বেপারী (৪০) ২। মোঃ মোশারফ হোসেন কামাল (৩৮) ৩। মোঃ আনোয়ার হোসেন (২৫) ৪। মোঃ আরিফ (৩৪) ৫। মোঃ আকিব (২৫) ৬। মোঃ রাসেল রানা (২৫) । এ সময় তাদের হেফাজত হতে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা লালবাগ বিভাগ জানতে পারে যে একটি সংঘবদ্ধ চক্র ঢাকার বিভিন্ন এলাকায় সু-কৌশলে মোটরসাইকেল চুরি করে মজুত রাখে এবং সহযোগীদের মাধ্যমে বিক্রি করে। এমন সংবাদের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার চৌরাস্তায় নিউ মদিনা আবাসিক হোটেলের সামনে অভিযান পরিচালনা করে জসিম, মোশারফ ও আনোয়ারকে ৩০ জুলাই ২০২৫ দুপুর ০১.২৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। এ সময় তাদের দখল থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা চক্রের অন্য সদস্যদের অবস্থানের তথ্য প্রদান করে। পরবর্তীতে পল্লবী থানাধীন বাউনিয়াবাঁধে অভিযান পরিচালনা করে একই তারিখ বিকাল আনুমানিক ০৪.০৫ ঘটিকায় হাফেজ আনোয়ারের বাড়ির গ্যারেজ থেকে আরিফ ও আকিবকে গ্রেফতার করা হয় এবং তাদের দখল থেকে আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার হয়। পরবর্তীতে বিকেল আনুমানিক ০৫.২৫ ঘটিকায় বাউনিয়াবাঁধের কলার আড়তের সামনে রাসেল রানাকে গ্রেফতার করা হয় এবং তার দখল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি-লালবাগ সূত্রে আরও জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে মাদারীপুর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় তাদের সহযোগীদের মাধ্যমে বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট