হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চার দিনে ৭টি পৃথক বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা, মদ, সিগারেট ও বিভিন্ন দামী শাড়িসহ মোট ৫১ লাখ ৯৩ হাজার ২৫০ টাকার পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে বড় ধরনের চোরাচালানের প্রস্তুতির খবর পায় ৫৫ বিজিবি। এরই প্রেক্ষিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় টহল দল কৌশলগত অবস্থান নেয় এবং এসময় ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।এছাড়া, চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও বাল্লা বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল মদ এবং বিপুল পরিমাণ দামী শাড়ি জব্দ করে, যার মূল্য প্রায় ৪৯ লাখ ৪৩ হাজার টাকা।
পাশাপাশি, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও মনতলা বিওপির টহল দল পৃথক অভিযানে ২৪ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা ও ১৯ বোতল মদ জব্দ করে, যার মূল্য ১ লাখ ১৪ হাজার ২৫০ টাকা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দলও অভিযানে ৬ কেজি ভারতীয় গাঁজা ও ১টি বাইসাইকেল আটক করে, যার বাজারমূল্য ২৬ হাজার টাকা।