ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও মূল খুনিদের গ্রেপ্তার করতে না পারায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার প্রাক্কালে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে তিনি এই প্রতিক্রিয়া জানান।
আবদুল্লাহ আল জাবের তাঁর বক্তব্যে প্রশাসন ও সরকারের প্রতি দুটি সুনির্দিষ্ট দাবি পেশ করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র সংশ্লিষ্ট) খোদাবক্স চৌধুরীকে তদন্তের অগ্রগতি এবং গত এক সপ্তাহে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনগণকে স্পষ্ট তথ্য দেওয়ার দাবি জানান।
হত্যার পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় তিনি প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।