সুনামগঞ্জে বিজিবির বিশেষ যৌথ অভিযানে শহরতলীর হালুয়াঘাট থেকে ৫৫ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, যৌথ অভিযানে ৩৩৩ পিস ভারতীয় শাড়ি ও ১২৯০ পিস কসমেটিকস জব্দ করা হয়েছে। অভিযানে শান্তিগঞ্জ সেনাক্যাম্পের ক্যাপ্টেন জামিল ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।